শনিবার (২৩ মার্চ) বেলা ১১ টায় ডাকসু ভবনে এ বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন ডাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান।
উপস্থিত আছেন সহ সভাপতি (ভিপি) নুরুল হক নুর, সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানী, সহ সাধারণ সম্পাদক (এজিএস) সাদ্দাম হোসেনসহ ২৫ সদস্যের নির্বাহী কমিটির সদস্যরা।
অন্যদিকে ১৮ টি হল সংসদের সভা প্রতিটি হলে প্রাধ্যক্ষের সভাপতিত্বে শুরু হয়েছে। সেখানে উপস্থিত রয়েছেন প্রতিটি হল সংসদের নির্বাচিত প্রতিনিধিরা।
এদিকে ডাকসুর সভা চলাকালে বাইরে ফের নির্বাচনের দাবিতে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছে ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা।
সংগঠনটির ঢাবি শাখার সভাপতি উম্মে হাবিবা বেনজীর বাংলানিউজকে বলেন, আমরা সভাপতি পদে ভিসি ও কোষাধ্যক্ষ পদে শিক্ষককে চাই না। ছাত্র সংসদে শুধু ছাত্ররাই থাকবেন।
নির্বাচিত নূর ভিপির দায়িত্ব নিলেও পুনর্নির্বাচনের ভোট বর্জনকারী অন্যদের দাবিকেও সমর্থন করছেন।
উল্লেখ্য, গত ১১ মার্চ দীর্ঘ আড়াই যুগ পর ডাকসুর নির্বাচন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৯
এসকেবি/এমএ