বেসরকারি বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানটির অ্যালামনাই অ্যান্ড প্লেসমেন্ট অফিস।
আইইউবিএটির উপাচার্য প্রফেসর ড. আবদুর রব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
চাকরির জন্য যথাযথভাবে প্রস্তুতি নিতে সদ্যস্নাতক শিক্ষার্থীদের প্রয়োজনীয় পরামর্শ পাওয়ার সুযোগ করে দিতে এ ধরনের আয়োজনের জন্য কর্তৃপক্ষকে সাধুবাদ জানান অর্ধশতাধিক প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগের প্রধানরা।
এতে অংশগ্রহণকারীরাও এমন আয়োজনের প্রশংসা করেন এবং জাতীয় ও আন্তর্জাতিকভাবে এ ধরনের এইচআর ডে পালনের পরামর্শ দেন।
বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৯
এইচএ/