ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আইইউবিএটিতে এইচআর কর্মকর্তাদের মিলনমেলা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৯ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৯
আইইউবিএটিতে এইচআর কর্মকর্তাদের মিলনমেলা

খ্যাতনামা প্রায় ৫০টি স্থানীয় ও বহুজাতিক প্রতিষ্ঠানের মানসম্পদ বিভাগের প্রধানদের অংশগ্রহণে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) হয়ে গেলো ‘এইচআর ডে-২০১৯’ অনুষ্ঠান।

বেসরকারি বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানটির অ্যালামনাই অ্যান্ড প্লেসমেন্ট অফিস।

আইইউবিএটির উপাচার্য প্রফেসর ড. আবদুর রব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. হামিদা আখতার বেগম।

চাকরির জন্য যথাযথভাবে প্রস্তুতি নিতে সদ্যস্নাতক শিক্ষার্থীদের প্রয়োজনীয় পরামর্শ পাওয়ার সুযোগ করে দিতে এ ধরনের আয়োজনের জন্য কর্তৃপক্ষকে সাধুবাদ জানান অর্ধশতাধিক প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগের প্রধানরা।

এতে অংশগ্রহণকারীরাও এমন আয়োজনের প্রশংসা করেন এবং জাতীয় ও আন্তর্জাতিকভাবে এ ধরনের এইচআর ডে পালনের পরামর্শ দেন।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।