ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বিডিইউর অর্থ কমিটির প্রথম সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২০ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৯
বিডিইউর অর্থ কমিটির প্রথম সভা

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির (বিডিইউ) অর্থ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২৪ মার্চ) সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরে বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ের সভাকক্ষে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর।

 

সভায় ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের ক্লাস শুরু, বিশ্ববিদ্যালয়ের ল্যাব প্রতিষ্ঠা, ২০১৮-২০১৯ অর্থবছরের সংশোধিত চাহিদা বাজেট ও ২০১৯-২০২০ অর্থবছরের চাহিদা বাজেট পাস হয় ।  

বিশ্ববিদ্যালয়ের ল্যাবগুলোকে ডিজিটালাইজেশন এবং আধুনিক করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে সভায়।  

এতে কমিটির সদস্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক মো. রেজাউল করিম হাওলাদার, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম-প্রধান (পরিকল্পনা) মো. কাজী মনিরুল ইসলাম, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্ম-সচিব (বাস্তবায়ন-০২) মো. সাইদুর রহমান ও বিডিইউর অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক এবং রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) মো. আশরাফ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৯
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।