ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মৈত্রী হলের সেই প্রভোস্টকে চাকরি থেকে সাময়িক অব্যাহতি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৯
মৈত্রী হলের সেই প্রভোস্টকে চাকরি থেকে সাময়িক অব্যাহতি শবনম জাহান।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনের সময় সিল মারা ব্যালট পেপার উদ্ধারের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ-কুয়েত মৈত্রীর হলের সাবেক ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষ শবনম জাহানকে এবার চাকরি থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।  ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক এবং সিন্ডিকেট সদস্য মোহাম্মদ হুমায়ুন কবির বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

সিন্ডিকেট সূত্রে জানা যায়, অভিযোগের সত্যতা পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এ সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে চাকরি থেকে স্থায়ীভাবে কেন অব্যাহতি দেয়া হবে না- এ মর্মে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২৩৫৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৯
এসকেবি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।