বৃহস্পতিবার (২৮ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক এবং সিন্ডিকেট সদস্য মোহাম্মদ হুমায়ুন কবির বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
সিন্ডিকেট সূত্রে জানা যায়, অভিযোগের সত্যতা পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এ সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে চাকরি থেকে স্থায়ীভাবে কেন অব্যাহতি দেয়া হবে না- এ মর্মে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩৫৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৯
এসকেবি/এমএ