ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আজীবন সম্মাননা পাচ্ছেন ফেনী ইউনিভার্সিটির উপাচার্য 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৯ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৯
আজীবন সম্মাননা পাচ্ছেন ফেনী ইউনিভার্সিটির উপাচার্য 

ফেনী: মৎস্য, শিক্ষা ও গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতি স্বরুপ ফেনী ইউনিভার্সিটির উপাচার্য, বিশিষ্ট মৎস্য বিজ্ঞানী ও শিক্ষাবিদ প্রফেসর ড. মো. সাইফুদ্দীন শাহকে আজীবন সম্মাননা পুরস্কার দেওয়ার জন্য মনোনীত করা হয়েছে।

শনিবার (৩০ মার্চ) সকাল ১০টার দিকে বাংলাদেশ কৃষি গবেষণা মিলনায়তনে বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ফোরাম কর্তৃক আয়োজিত গবেষণা মেলা ও কনফারেন্সে তাকে এ সম্মাননা দেওয়া হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু প্রফেসর শাহকে সম্মাননা দেবেন।

 

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৯
এসএইচডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।