প্রথম দিনের পরীক্ষা হওয়ায় বেশিরভাগ কেন্দ্রেই পরীক্ষার্থীরা ১ ঘণ্টা আগে থেকে আসতে শুরু করে। বোর্ড কর্তৃক নির্ধারিত নিয়মে পরীক্ষার্থীদের কেন্দ্রের ভেতরে ঢুকতে হচ্ছে।
বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতায় বিভাগে এবার মোট পরীক্ষার্থী ৬৪ হাজার ৯১৯ জন।
সোমবার (১ এপ্রিল) সকাল ১০টা থেকে বরিশাল বিভাগের বরিশাল, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর ও বরগুনাসহ ৬টি জেলার ৩৩০টি কলেজের পরীক্ষার্থীরা ১১৮টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করছে বলে জানিয়েছেন বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আনোয়ারুল আজিম।
মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৩০ হাজার ২৯ জন এবং ছাত্রী ৩১ হাজার ৮৯০ জন। যার মধ্যে নিয়মিত ৫১ হাজার ৯৩৬, জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ৮৭১, প্রাইভেট পরীক্ষার্থী ৩০ এবং অনিয়মিত পরীক্ষার্থী ১২ হাজার ৫৮২ জন।
এবারের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশ নেবে ১৪ হাজার ৫০৮ জন, মানবিক থেকে ৩৪ হাজার ৪৮৮ এবং ব্যবসায় শিক্ষা থেকে ১৫ হাজার ৯২৩ জন পরীক্ষার্থী।
এদিকে, বিভাগের মধ্যে বরিশাল জেলা থেকে এবার সব থেকে বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। বরিশাল জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ২৩ হাজার ৪৬০, ঝালকাঠি জেলায় ৫১৪৫ জন, পিরোজপুর জেলায় ৮ হাজার ২৮৬ জন, পটুয়াখালী জেলায় ১২ হাজার ৬১৭ জন, বরগুনা জেলায় ৬ হাজার ৫২৪ জন এবং ভোলা জেলায় ৮ হাজার ৮৮৭ জন।
এদিকে, কোনো পরীক্ষার্থী যেন কেন্দ্রে মোবাইল নিয়ে না আসে সে সম্পর্কিত ব্যানার প্রতি কেন্দ্রের মূল ফটকে প্রদর্শন করার পাশাপাশি কক্ষ পরিদর্শকদেরকেও মোবাইল নিয়ে কক্ষে ঢুকতে না করার জন্য নির্দেশ দিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। তবে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কেন্দ্র প্রধানরা একটি সাধারণ মোবাইল ফোন দাপ্তরিক কাজে ব্যবহার করতে পারবেন।
এছাড়াও পরীক্ষার্থীদের তাদের কলেজের নির্ধারিত পোশাক (ইউনিফর্ম) পরে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য বলা হয়েছে। যদি কোনো কলেজের নির্ধারিত পোশাক না থাকে তবে মার্জিত পোশাক পরে কেন্দ্রে যেতে পারবে পরীক্ষার্থীরা।
বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৯
এমএস/আরবি/