ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

শিক্ষা

‘জিপিএ-৫ প্রতিযোগিতায় শিশু শৈশব হারাচ্ছে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:১৫, এপ্রিল ৩, ২০১৯
‘জিপিএ-৫ প্রতিযোগিতায় শিশু শৈশব হারাচ্ছে’

ঢাকা: জিপিএ-৫ ও জিপিএ গোল্ডেন পাওয়ার প্রতিযোগিতায় শিশুদের শৈশব-কৈশোর হারিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার (২ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সন্তানদের মধ্যে ‘২০১৮ সালে পিএসসি ও জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

দীপু মনি বলেন, শিক্ষার প্রতিযোগিতার কারণে যেন শিশুদের আনন্দ হারিয়ে না যায় সেদিকে খেয়াল রাখাতে হবে।

আমরা শিশুদের শিক্ষাকে আনন্দময় পরিবেশে দিতে চাই। সরকার গত ১০ বছর শিক্ষাক্ষেত্রে অনেক ইতিবাচক পরিবর্তন এনেছে। এখন শিক্ষার মান উন্নয়নে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।

ডিআরইউ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পিএসসি ও জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৫০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। ডিআরইউ’র পক্ষ থেকে প্রত্যেক শিক্ষার্থীকে দুই হাজার টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন শিক্ষামন্ত্রী।

ডিআরইউ সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সাংবাদিক আরিফুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ডিআরইউ’র সাধারণ সম্পাদক কবির আহমেদ খান এতে স্বাগত বক্তব্য দেন।

অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং ডিআরইউ’র বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০২১২ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৯
ইএআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।