ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পটুয়াখালীতে পরীক্ষার্থী বহিষ্কার, একজনের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৯
পটুয়াখালীতে পরীক্ষার্থী বহিষ্কার, একজনের কারাদণ্ড

পটুয়াখালী: চলমান উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ইংরেজি প্রথমপত্রে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে ও অপর একজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে পটুয়াখালী সরকারি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

এসময় তানিয়া ইসলাম নামে এক পরীক্ষার্থী প্রশ্ন বাইরে পাঠানোর অপরাধে তাকে বহিষ্কার করা হয়।

বহিষ্কার হওয়া শিক্ষার্থী পটুয়াখালী সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়।

এদিকে নকল সরবরাহের চেষ্টা ও পাবলিক পরীক্ষা আইন ভঙ্গের অপরাধে মাহমুদ হাসান মিঠু (২৫) নামে যুবককে এক আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

পটুয়াখালী সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ওয়াসিম বাংলানিউজকে বলেন, দণ্ডপ্রাপ্ত মিঠুকে কেন্দ্রে ঢুকে নকল সরবরাহ করার সময় হাতেনাতে আটক করা হয়। এসময় তার কাছ ইংরেজি প্রশ্নপত্র পাওয়া যায়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।