রোববার (০৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় প্রথমে ক্যাম্পাসে কম্পিউটার ভবনের সামনে ইলেক্ট্রামেডিকেল বিভাগের প্রধান আনিসুর রহমানকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন করে শিক্ষার্থীদের একাংশ। পরে শিক্ষকদের হস্তক্ষেপে কর্মসূচি সমাপ্ত করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিক্ষার্থী মেনিলা, তন্নী, অভিজিৎ, হাবিব, নাজিম, মুসফিক, রাসেদ, রানা, পাভেল, হাসিব প্রমুখ।
ইনস্টিটিউটের সাবেক শিক্ষার্থী মো. সাজ্জাদ আহমেদ শান্ত ও জুনায়েদ ইসলাম বাংলানিউজকে বলেন, আমরা ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ বজায় রাখার জন্য ও শিক্ষক আনিসুর রহমানকে হোস্টেলের শিক্ষার্থীরা লাঞ্চিত করার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা বিচার দাবি করে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করি। পরে শিক্ষকদের অনুরোধে আমরা সাধারণ শিক্ষার্থীদের কর্মসূচি বন্ধ করে দিয়ে তাদের নিজ নিজ স্থানে ফিরে যেতে সহযোগিতা করেছি।
অপরদিকে ক্যাম্পাসে অবস্থিত মুক্তিযোদ্ধা আবাসিক হলের শিক্ষার্থীরা বিভাগীয় প্রধান আনিসুর রহমানের বিরুদ্ধে স্লোগান দিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ করেন। এ সময় তারা ক্যাম্পাসের প্রধান ফটক বন্ধ করে শিক্ষার্থীদের আটকে রেখে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিতে অংশ নিতে বাধ্য করার অভিযোগ পাওয়া গেছে।
মুক্তিযোদ্ধা আবাসিক ছাত্রাবাসের সিভিল ডিপার্টমেন্টের ষষ্ঠ পর্বের শিক্ষার্থী মো. শাকিল জানান, শিক্ষক আনিসুর রহমান প্রায় সময় আবাসিক শিক্ষার্থীদের উপর বিভিন্ন কারণে নির্যাতন করে আসার কারণেই তাদের এ প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছেন
শনিবার (৬ এপ্রিল) সকালে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে দু’গ্রুপ ছাত্রদের মধ্যে সংঘর্ষ হয়। এতে প্রায় ছয়জন আহত হয়।
বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৯
এমএস/এএটি