বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ১১টা থেকে ববির প্রশাসনিক ভবনের নিচতলায় এ কর্মসূচির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। যা চলবে একটানা দুপুর ১টা পর্যন্ত।
ববি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মিয়া বাংলানিউজকে জানান, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে শিক্ষক নির্যাতনের কারখানায় পরিণত হয়েছে। এখানে নেই কোনো শিক্ষার পরিবেশ। আইন করা হয়েছে শিক্ষা পরিপন্থী, চলে স্বেচ্ছাচারিতা। আর এ কারণে আট দফা দাবি ঘোষনা করা হয়েছে।
এর মধ্যে অন্যতম, সিন্ডিকেটের ৫৮তম সভা অনুসারে শিক্ষকের পদন্নতিতে জটিলতা শুরু হওয়ায় তা বাতিলের দাবি জানানো হয়েছে। শিক্ষকদের সিনিয়রিটি এবং চেয়ারম্যান নিয়োগে অনিয়ম দূর করার দাবি জানানো হয়। পাশাপাশি শিক্ষা ছুটিতে অনিয়ম এবং পক্ষপাতমূলক আচরণ বন্ধ করার দাবিও রয়েছে।
বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
এমএস/এএটি