মাধমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার সরকারি অংশের আটটি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে বৃহস্পতিবার (১১ এপ্রিল) সংশ্লিষ্ট শাখা হতে বৈশাখী ভাতার সরকারি অংশ উত্তোলন করা যাবে।
গত বছরের ১ জুলাই হতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ৫ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধি বা বার্ষিক ইনক্রিমেন্ট ও ২০ শতাংশ বৈশাখী ভাতা প্রদান করা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
এমআইএইচ/এমজেএফ