বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের ৪৮তম ব্যাচের শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যের সময় তিনি দুঃখ প্রকাশ করেন।
তিনি বলেন, এ ঘটনাটি আমাকে খুব ব্যথিত করেছে।
নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, অতিথির সম্মান করতে জানতে হবে। তোমার বড় ভাইয়েরা যে ঘটনা ঘটিয়েছেন তা তোমরা কখনই করবে না। আমরা এ ঘটনায় দুঃখিত এবং লজ্জিত।
এদিকে এ ঘটনায় দুঃখ প্রকাশ করে দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পশ্চিম পাদদেশে মানববন্ধন কর্মসূচি পালন করেন জাবির শিক্ষার্থীরা।
মানববন্ধনে দুঃখিত ও লজ্জিত, আমরা ইবির কাছে ক্ষমা প্রার্থী, আই অ্যাম সরি, দু:খিত ইবি, সরি ইবি ইত্যাদি ব্যানার জাবি শিক্ষার্থীদের হাতে শোভা পায়।
জাবির ইতিহাস বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ বলেন, অনাকাঙ্খিত ঘটনার জন্য আমরা খুবই দুঃখিত ও লজ্জিত। আমরা এ ঘটনার জন্য ইবির সব শিক্ষক-শিক্ষার্থীর কাছে ক্ষমা চাচ্ছি। এ ধরনের ঘটনার আর কখনো পুনরাবৃত্তি হবে না।
বুধবার (১০ এপ্রিল) জাবি ও ইবির মধ্যে সেমি ফাইনাল হ্যান্ডবল খেলা অনুষ্ঠিত হয় জাবির কেন্দ্রীয় মাঠে। এ সময় দ্বন্দ্বে জড়িয়ে পড়েন খেলোয়াড়রা। এতে ইবির সিন্ডিকেট সদস্যসহ বেশ কয়েকজন আহত হন।
বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
এএটি