মানববন্ধন, ছবি: বাংলানিউজ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও মৌন মিছিল করেছেন জাবিস্থ ফেনী জেলার শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাস্কার্য চত্বরে ফেনী জেলা ছাত্রকল্যাণের ব্যানারে শিক্ষার্থীরা এ মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তরা বলেন, নুসরাতকে যারা আগুনে পুড়িয়ে নির্মমভাবে হত্যা করেছে তাদের সবাইকে অবিলম্বে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হোক।
এর দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হলে অন্যরা কেউ এ ধরনের অপরাধ করতে সাহস পাবে না। একই সঙ্গে নুসরাতের পরিবারের নিরাপত্তার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি মৌন মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে পুনরায় ভাস্কার্য চত্বরে এসে তাদের কর্মসূচি শেষ করেন।
বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
কেডি/এএটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।