ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ফেনীতে চলছে আইওটি-রোবোটিক্স শীর্ষক কর্মশালা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৯
ফেনীতে চলছে আইওটি-রোবোটিক্স শীর্ষক কর্মশালা 

ফেনী: ফেনী ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে ইন্টারনেট অব থিকংস (আইওটি) ও রোবোটিক্স শীর্ষক জাতীয় কর্মশালা। 

শুক্রবার (১২ এপ্রিল) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিশিষ্ট মৎস্য বিজ্ঞানী ও শিক্ষাবিদ প্রফেসর ড. মো. সাইফুদ্দিন শাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন ফেনী ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সভাপতি আবদুস সাত্তার।  

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তায়বুল হক।

 

কর্মশালায় ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের ২৬টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক ইনস্টিটিউট ও কলেজের সাড়ে পাঁচশ’ শিক্ষার্থী অংশ নিচ্ছেন। এছাড়া মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও অংশ নিচ্ছেন।

এতে প্রশিক্ষণ দিচ্ছেন ফেনী ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উপদেষ্টা অধ্যাপক এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ শামসুল আরেফিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান, বাংলাদেশ ওমেন ইন টেকনোলোজির সভাপতি, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সহ-সভাপতি ও বাংলাদেশ কম্পিউটার সোসাইটির ট্রেজারার ড. লাফিফা জামাল এবং বাংলাদেশ রোবোটিক্স ফাউন্ডেশনের রিচার্স অ্যান্ড ডেপেলপমেন্ট ম্যানেজার মো. আমিরুল ইসলাম।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন আইওটি ও রোবোটিক্স শীর্ষক জাতীয় কর্মশালার আহ্বায়ক ফেনী ইউনিভার্সিটির সিএসই বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক সাঈদ হোসেন পারভেজ। এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার এ এস এম আবুল খায়ের, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসটিই বিভাগের সহযোগী অধ্যাপক মো. জাবেদ হোসেন প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৯
এসএইচডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।