ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

উৎসব নয়, শিক্ষার্থীর মৃত্যুতে শোকের ছায়া জাবিতে

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৯
উৎসব নয়, শিক্ষার্থীর মৃত্যুতে শোকের ছায়া জাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও ইনসেটে শিক্ষার্থী নুরুজ্জামান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ইংরেজি বিভাগের এক শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুতে পহেলা বৈশাখের উৎসবে নেমেছে শোকের ছায়া। বাতিল করা হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনের কেন্দ্রীয় মঙ্গল শোভাযাত্রা। একই সঙ্গে কলা ও মানবিকী অনুষদ ও ইংরেজি বিভাগের সব কর্মসূচি বাতিল করা হয়েছে।

এদিকে ওই ছাত্রের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে পর্যাপ্ত সুচিকিৎসার ব্যবস্থা না থাকাকেই দায়ী করছে শিক্ষার্থীরা। মেডিকেলের সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছেন তারা।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা কয়েক দফা দাবি নিয়ে চিকিৎসাকেন্দ্রে যান।

একই সঙ্গে চিকিৎসাকেন্দ্রের সংস্কার ও সেবার মান উন্নত করার জন্য বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে অবস্থান কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পাঁচজন শিক্ষার্থী।

শনিবার (১৩ এপ্রিল) রাত ১০টার দিকে ইংরেজি বিভাগের ৪৫তম আবর্তনের ছাত্র নুরুজ্জামান নিভৃত (২২) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. হরনাথ সরকার বলেন, শ্বাসকষ্ট থেকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নুরুজ্জামান মারা যান। ’

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্র সূত্রে জানা যায়, বুকে ও পেটে ব্যথা নিয়ে নুরুজ্জামান সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাকেন্দ্রে যান। কর্তব্যরত চিকিৎসক ড. তরিকুল ইসলাম তাকে গ্যাস্ট্রিকের প্রাথমিক চিকিৎসা দেন। এতে ব্যথা না কমলে তাকে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন তিনি। পরে রাতে সোয়া নয়টার দিকে তাকে অ্যাম্বুলেন্সে করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু পথেই তার মৃত্যু হয়।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক ড. ইনামুর রশিদ বলেন, আমরা শুরু থেকেই বারবার রোগীকে এনাম মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য বলেছি। ‘লোক আসছে’ বলে তার বান্ধবী কালক্ষেপণ করেছেন। রোগীর অবস্থা অবনতির দিকে গেলে রাত নয়টার পরে তাকে জোরপূর্বক এনাম মেডিকেলে পাঠানো হয়।

এদিকে নুরুজ্জামানের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে। সকাল ১০টায় কেন্দ্রীয়ভাবে মঙ্গল শোভাযাত্রা হওয়ার কথা থাকলেও সেটি বাতিলের ঘোষণা দেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ বলেন, নুরুজ্জামানের মৃত্যুতে শোক জানিয়ে মঙ্গল শোভাযাত্রা বাতিল করা হয়েছে। এছাড়া বিভিন্ন বিভাগের অনুষ্ঠানে গান-বাজনা বন্ধ রাখার অনুরোধ জানানো
হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।