মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, শিক্ষক হিসেবে শিক্ষার্থীর কাছে আমাদের একটা দায়বদ্ধতা আছে বলে আমি মনে করি, একজন মাদ্রাসা শিক্ষার্থীর ওপর এমন পাশবিক নির্যাতনের সঙ্গে ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার শিক্ষক, ছাত্র এবং ছাত্রীসহ অনেকেই জড়িত।
তিনি আরো বলেন, এই বিশ্ববিদ্যালয়ে আমরা যৌন নিপীড়নকে কখনো ছাড় দেইনি। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যৌন নিপীড়নের দায়ে চাকরিচ্যুত হয়েছে, পদোন্নতি আটকে দেওয়া হয়েছে। জবি পরিবার যৌন নিপীড়নের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে বলেও মন্তব্য করেন তিনি।
মানববন্ধনে জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নূর মোহাম্মদের সঞ্চালনা ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. দিপিকা রানী সরকার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন অধ্যাপক ড. পরিমল বালা, অধ্যাপক ড. শাহজাহান, অধ্যাপক ড. শামীমা বেগম, জবি নীল দলের একাংশের সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া মিয়া ও সাধারণ সম্পাদক ড. মোস্তফা কামাল প্রমুখ।
এসময় শিক্ষকদের সঙ্গে মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীরা স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৯
কেডি/এএটি