বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক নুরুল হক মোল্লা।
সংবাদ সম্মেলনের অধ্যাপক নুরুল হক মোল্লা জানান, অনুষ্ঠানের প্রথম দিন ২ মে সকাল ৯টায় শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনে অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা ও অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া, জীব ও ভূবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নজরুল ইসলাম ও টিএমএসএস’র প্রতিষ্ঠাতা ড. হোসনে আরা বানু।
তিনি আরও জানান, অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বিশিষ্ট বিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরী, ড. সৈয়দ সালেহিন কাদরী ও হাসিনা খান উপস্থিত থাকবেন। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানের ২৩ জন গবেষক এবং বিজ্ঞানী তাদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন। এছাড়া দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা নবীন গবেষকদের উপস্থাপিত পোস্টারের মধ্য থেকে প্রতিযোগিতার মাধ্যমে বাছাই করা সেরা গবেষকদের পুরস্কার দেওয়া। আগামী ৩ মে সিনেট ভবনে সমাপনী অনুষ্ঠানের মধ্যদিয়ে এ সম্মেলন শেষ হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- পরিসংখ্যান বিভাগের সভাপতি এএইচএম খুরশীদ আলম, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার, রাবি সায়েন্স ক্লাবের সভাপতি আশরাফুল আলম বিজয় প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৯
জিপি