ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

শিক্ষা

রাবিতে রমজান ও গ্রীষ্মকালীন ছুটি শুরু বুধবার

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, মে ৫, ২০১৯
রাবিতে রমজান ও গ্রীষ্মকালীন ছুটি শুরু বুধবার

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পবিত্র রমজান ও গ্রীষ্মকালীন উপলক্ষে আগামী ৮ মে (বুধবার) থেকে টানা ৪৭ দিন ছুটি শুরু হবে। ছুটি চলবে ২৩ জুন পর্যন্ত।

রোববার (৫  মে) সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আগামী ৮ মে থেকে ২৩ জুন পর্যন্ত রমজান-ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

প্রশাসনিক কার্যক্রম ও অফিস চলবে ১ জুন পর্যন্ত। পরে ২ জুন থেকে ২২ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ থাকবে।

ছুটিতে আবাসিক হলগুলো বন্ধ থাকবে কিনা জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক ড. আমিনুল ইসলাম বাংলানিউজকে বলেন, আবাসিক হলগুলো বন্ধের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ বিষয়ে আগামী সপ্তাহে আহ্বায়ক কমিটির মিটিং ডাকা হবে। মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়ার পর তা জানিয়ে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, মে ০৫, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।