সোমবার (৬ মে) সকালে প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়।
এ বোর্ডে গ্রুপ ভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ ৯৭ দশমিক ৫৬ জন শিক্ষার্থী পাস করেছেন।
এবার কুমিল্লা মডার্ন স্কুলে জিপিএ-৫ পেয়েছে ৪২৬ জন। এছাড়াও জিপিএ-৫ পেয়েছে কুমিল্লা জিলা স্কুলের ৩৩৯ জন। নওয়াব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৮৮ জন। ইবনে তাইমিয়া স্কুলের ২৭৯ জন, ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ২৪৭ জন।
এ শিক্ষা বোর্ডের অধীনে ছয়টি জেলার ১৭১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাস করেছে ১৩২টি স্কুল।
বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, মে ০৬, ২০১৯
আরআইএস/