শিক্ষা প্রতিষ্ঠানটি থেকে এবার ৮৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে এসএসসির প্রকাশিত ফলাফলে তিনজন অকৃতকার্য হয়েছে।
সোমবার (০৬ মে) দেশব্যাপী একযোগে প্রকাশিত হয় এসএসসি ও সমমানের পরীক্ষার ফল।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, শিক্ষা প্রতিষ্ঠানটি থেকে এবার বিজ্ঞান বিভাগে ৭০৯ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৬৫৯ জন। এ বিভাগে জিপিএ ৫ এর হার ৯২ দশমিক ৯৫ শতাংশ।
এছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগে ১৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৩৮ জন। এ বিভাগে জিপিএ ৫ এর হার ২৫ দশমিক ৫০ শতাংশ
এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৮২ দশমিক ২০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন।
গতবারের তুলনায় এবার পাসের হার বেড়েছে ৪ দশমিক ৪৩ শতাংশ। শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা ১০৭টি, গত বছর ছিল ১০৯টি।
বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, মে ০৬, ২০১৯
আরএম/জেডএস