প্রতিষ্ঠান দু’টি হলো- ভোলার চরফ্যাশনের শশীভূষণ গার্লস হাইস্কুল থেকে ৯ শিক্ষার্থী পরীক্ষা অংশ নিয়ে কেউ পাস করেনি এবং পটুয়াখালীর রাঙ্গাবালি উপজেলার চরগঙ্গা আদর্শ সেকেন্ডারি স্কুল থেকে ৪৩ শিক্ষার্থী অংশ নিয়ে সবাই ফেল করেছে।
সোমবার (৬ মে) দুপুরে বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনোয়ারুল আজিম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
আনোয়ারুল আজিম জানান, বোর্ডের আওতাধীন ১৭৬ টি কেন্দ্রের মধ্যে ৫০ টি কেন্দ্রের পরীক্ষার্থীরা শতভাগ পাস করেছে। যারমধ্যে বরিশাল সরকারি জিলা স্কুল, বালিকা সরকারি মাধ্যমিক বিদ্যালয়, বরিশাল ক্যাডেট কলেজ কেন্দ্র রয়েছে।
বরিশাল বোর্ডের আওতাধীন ১ হাজার ৪২৭ টি বিদ্যালয়ের মধ্যে ৫০ টি বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থীরা পাস করেছে। যারমধ্যে পিরোজপুর জেলায় সর্বোচ্চ ১৮টি, বরিশাল জেলায় ১৬টি, ভোলায় ৭টি, বরগুনায় ৫ টি ও পটুয়াখালীতে ৪ টি বিদ্যালয় রয়েছে। তবে ঝালকাঠি জেলায় কোনো বিদ্যালয়ই শতভাগ পাস করেনি।
বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, মে ৬, ২০১৯
এমএস/ওএইচ/