অন্যদিকে, প্রকাশিত ফলাফলে পাসের হারে তলাতিতে রয়েছে নড়াইল জেলা। নড়াইলের ১১৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৯ হাজার ২৭৮ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে সাত হাজার ৮০৭ জন।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে প্রেসক্লাব যশোরে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র ।
তিনি বলেন, যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন দশ জেলার ফলাফলে সাতক্ষীরা জেলা ৯৩ দশমিক ৫৪ শতাংশ, বাগেরহাটে ৯২ দশমিক ৯৪ শতাংশ, যশোরে ৯০ দশমিক ৫৫ শতাংশ, মেহেরপুরে ৯০ দশমিক ২৭ শতাংশ, চুয়াডাঙ্গায় ৪৯ দশমিক ৬৮ শতাংশ, ঝিনাইদহে ৮৯ দশমিক ৬১ শতাংশ এবং কুষ্টিয়ায় ৮৭ দশমিক ৯৪ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, মে ৬, ২০১৯
ইউজি/ওএইচ/