ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

গণিত-ইংরেজিতে গুরুত্ব দেয়ায় দেশ সেরা রাজশাহী

শরীফ সুমন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, মে ৬, ২০১৯
গণিত-ইংরেজিতে গুরুত্ব দেয়ায় দেশ সেরা রাজশাহী ফল পেয়ে আনন্দ উল্লাসে মেতেছে শিক্ষার্থীরা, ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় এ বছর রাজশাহীতে পাসের হার ৯১ দশমিক ৬৪ শতাংশ। গত বছর ছিলো ৮৬ দশমিক ০৭ শতাংশ।

অর্থাৎ পাসের হার বেড়েছে ৫ দশমিক ৫৭ শতাংশ। আর পাসের হারে এবার দেশ সেরা হয়েছে রাজশাহী শিক্ষাবোর্ড।

২০১৪ সালের পর এটি বোর্ডের তৃতীয় সর্বোচ্চ রেকর্ড ফলাফল।

এর আগে ২০১৪ সালে রাজশাহী শিক্ষাবোর্ডে এসএসসির ফলাফলে পাসের হার ছিলো ৯৬ দশমিক ৩৪ শতাংশ। এর পর ২০১৬ সালের পরীক্ষায় পাসের হার ছিলো ৯৫ শতাংশ ৭০ শতাংশ।  

এ বছর সব বিষয়ে পাস করেছে ১ লাখ ৮৬ হাজার ৮২৮ জন। এছাড়া জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৭৯৫ জন শিক্ষার্থী। ছাত্রী পাসের হার ৯২ দশমিক ৯৬ শতাংশ। এবার ছাত্র পাসের হার ৯০ দশমিক ৪৪ শতাংশ। এতে দেখা যায়, পাসের হারে এবার ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে।

অপরদিকে, জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ১১ হাজার ৬৮৬ জন ছাত্রী ও ১১ হাজার ১০৯ জন ছাত্র রয়েছে। তাই জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকেও ছেলেদের চেয়ে ভালো ফলাফল করেছে মেয়েরা।  

এ ছাড়া ঢাকায় পাসের হার ৭৯ দশমিক ৬২, কুমিল্লায় ৮৭ দশমিক ১৬, বরিশালে ৭৭ দশমিক ৪১, যশোরে ৯০ দশমিক ৮৮, চট্টগ্রামে ৭৮ দশমিক ১১ ও দিনাজপুরে ৮৪ দশমিক ১০ শতাংশ।

সোমবার (৬ মে) সকাল সাড়ে ১১টার দিকে রাজশাহী শিক্ষা বোর্ডের সভা কক্ষে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আনারুল হক প্রাং আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।  

এ সময় উপ-পরীক্ষা নিয়ন্ত্রক হোসনে আরা আরজু, কলেজ পরিদর্শক হাবিবুর রহমান, বিদ্যালয় পরিদর্শক প্রফেসর দেবাশীষ রঞ্জন রায়, সিনিয়র সিস্টেম এনালিস্ট (চলতি দায়িত্ব) প্রকৌশলী শফিকুল ইসলাম, প্রোগ্রামার সিরাজুল ইসলামসহ বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আনারুল হক প্রাং বলেন, সময়ের মধ্যে সিলেবাস সমাপ্ত, কঠোর মনিটরিং, গণিত ও ইংরেজিতে বেশি গুরুত্ব দেওয়ায় এবার আশানুরূপ ফলাফল হয়েছে। এছাড়া কঠোর নির্দেশনার কারণে শূন্য ফলাফল (একজনও পাস করেনি) রয়েছে এমন স্কুলের সংখ্যাও কমিয়ে আনা সম্ভব হয়েছে। এবার বোর্ডের অধীন একজনও পাস করতে পারেনি এমন স্কুলের সংখ্যা রয়েছে মাত্র একটি। তাই স্কুলটির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। কেন এমন ফলাফল তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হবে।

রাজশাহী বোর্ডে এ বছরের এসএসসিতে শতভাগ স্কুলের সংখ্যা দ্বিগুন বেড়েছে। চলতি বছর শতভাগ পাসের স্কুলের সংখ্যা  ৪৩১টি। গতবার ২০৬টি ছিল বলেও জানান পরীক্ষা নিয়ন্ত্রক।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে এবার বিভাগের আট জেলা থেকে পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ৪ হাজার ৮৩৫ জন শিক্ষার্থী। মোট পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৭ হাজার ২৬৩ জন ছাত্র ও ৯৬ হাজার ৬১৮ জন ছাত্রী রয়েছে। এবার নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ১ লাখ ৭৯ হাজার ৯০৯ জন। রাজশাহী বিভাগের আট জেলায় মোট ২৫৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মে ৬, ২০১৯
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।