সোমবার (০৬ মে) দুপুর ১২টায় কলেজের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মিলির সহপাঠীরা জানান, তার সঙ্গে গৃহশিক্ষক পুলিন চন্দ্র হাওলাদার কৌশলে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।
এসময় মিলির হত্যাকারীর ফাঁসির দাবি জানান সহপাঠীরা।
গত শুক্রবার (০৩ মে) দুপুরে বরিশালের কাশিপুরের ফিসারি রোড এলাকার একটি ফ্ল্যাট থেকে মিলির মরদেহ উদ্ধার করে পুলিশ।
তিনি বরিশালের উজিরপুর উপজেলার জুগীকাঠি এলাকার মৃত আবুল কালাম আকনের মেয়ে।
মরদেহ উদ্ধারের পর এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাহবুব উল আলম বাংলানিউজকে বলেন, বিবাহিত পরিচয় দিয়ে গত বৃহস্পতিবার (০২ মে) বিকেলে ফিসারি রোডের ডা. আলী আজিম নামের এক ব্যক্তির চারতলা ভবনের একটি ফ্ল্যাট ভাড়া নেন মিলি। এসময় ভবন মালিককে তিনি জানিয়েছিলেন, পুলিন নামের এক স্কুলশিক্ষক তার স্বামী। সম্প্রতি তাদের বিয়ে হয়েছে।
ওসি বলেন, শুক্রবার (০৩ মে) সকালে ওই ফ্ল্যাটে কোনো সাড়া শব্দ না পেয়ে ভবন মালিক পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে ফ্ল্যাটের দরজা খুলে ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো মিলির ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।
স্বজনদের বরাতে এসএম মাহবুব উল আলম বলেন, গৃহশিক্ষক পুলিনের সঙ্গে মিলির প্রেমের সম্পর্ক ছিলো। পুলিন হিন্দু ধর্মাবলম্বী হওয়ায় মিলির পরিবার তাদের সম্পর্ক মেনে নেয়নি। কয়েকদিন আগে এ নিয়ে মিলির সঙ্গে পরিবারের সদস্যদের বাকবিতণ্ডা হয়। ওই সময় কাউকে কিছু না জানিয়ে মিলি বাড়ি থেকে চলে যান। পরে স্বজনরা জানতে পারেন, পুলিন তাকে বিয়ে করতে অস্বীকার করেছেন।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মে ০৬, ২০১৯
এমএস/একে