রাজশাহী শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলের পরিসংখ্যানে দেখা যায়, পাসের হারে এবার এগিয়ে আছে জয়পুরহাট। সেখানে ৪ হাজার ৭০৬ জন পরীক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নেয়।
আর এসএসসিতে পাসের হারে সবচেয়ে নিচে অবস্থান করছে নাটোর জেলা। সেখান থেকে ১০ হাজার ২৭৮ জন শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৯ হাজার ৪৪ জন। গড় পাসের হার ৮৯ দশমিক ৯৬ শতাংশ।
এছাড়া বোর্ডের দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী জেলা। এই জেলা থেকে চলতি বছর ১৭ হাজার ৩৭০ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১৫ হাজার ৯৭৪ জন শিক্ষার্থী। গড় পাসের হার ৯২ দশমিক ৮৪ শতাংশ।
এছাড়া পাসের হারে বোর্ডে তৃতীয় হয়েছে নওগাঁ জেলা। এই জেলা থেকে ১৩ হাজার ৬১০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১২ হাজার ২৪০ জন শিক্ষার্থী। সেখানে গড় পাসের হার ৯১ দশমিক ৫০ শতাংশ।
রাজশাহী বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আনারুল হক জানান, বোর্ডের অধীনে এবার বিভাগের আট জেলা থেকে পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ৪ হাজার ৮৩৫ জন শিক্ষার্থী। মোট পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৭ হাজার ২৬৩ জন ছাত্র ও ৯৬ হাজার ৬১৮ জন ছাত্রী রয়েছে। এবার নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ১ লাখ ৭৯ হাজার ৯০৯ জন। বিভাগের আট জেলায় মোট ২৫৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, মে ০৬, ২০১৯
এসএস/জেডএস