বুধবার (৮ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান প্রত্যেক শিক্ষার্থীকে দেশপ্রেমে উদ্ভুদ্ধ হয়ে পথচলার আহ্বান জানান।
গণিত বিভাগের ৬ষ্ঠ ও ৭ম ব্যাচ (মাস্টার্স), ৮ম ব্যাচ (অনার্স) এর গোল্ড মেডেল অ্যাওয়ার্ড এবং ৭ম ও ৮ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. পেয়ার আহমেদ। বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এএফ মুজিবর রহমান ফাউন্ডেশনের সম্মানিত বোর্ড অফ ট্রাস্টি শিরিন পি. হক।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, গোল্ড মেডেল অ্যাওয়ার্ডের আহ্বায়ক অধ্যাপক ড. মো. আইয়ূব আলী, বিভাগীয় শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, মে ০৮, ২০১৯
কেডি/এএ