বেরোবি (রংপুর): গ্রীষ্মকালীন অবকাশ, জুমাতুল বিদা, শবে-কদর ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৩৩ দিনের ছুটিতে যাচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)।
বৃহস্পতিবার (১৬ মে) বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ দফতরের সেকশন অফিসার আরিফুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রোববার (১৯ মে) থেকে সোমবার (১৭ জুন) পর্যন্ত অফিস ছুটি থাকবে।
তবে শুক্র ও শনিবার (১৭ ও ১৮ মে) হওয়ায় এ ছুটি ১৬ মে থেকে কার্যকর হবে। সেই হিসাবে ১৬ মে থেকে ১৭ জুন পর্যন্ত মোট ৩৩ দিন বিশ্ববিদ্যালয়ের সব প্রকার ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। ছুটি শেষে আগামী ১৮ জুন (মঙ্গলবার) থেকে যথারীতি ক্লাস ও পরীক্ষা শুরু হবে।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের তিন আবাসিক হল আগামী শনিবার (১ জুন) থেক ১৪ জুন (শুক্রবার) পর্যন্ত বন্ধ থাকবে। এসময় ক্যাম্পাসে বহিরাগত কেউ অথবা বহিরাগত কোনো যানবাহন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া প্রবেশ করতে পারবে না।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, মে ১৬, ২০১৯
ওএইচ/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।