শনিবার (১৮ মে) দুপুরে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আনারুল হক প্রামাণিক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এবার সাত হাজার ৪৩২ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।
এ বৃত্তির মেয়াদ থাকবে আগামী দুই বছর (২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত)।
রাজশাহী বোর্ডের অধীনে সাত হাজার ৪৩২ জন বৃত্তি পেয়েছে। এর মধ্যে ‘মেধাবৃত্তি’ তিন হাজার ২১৪ জন। আর ‘সাধারণ বৃত্তি’ পেয়েছে চার হাজার ২২১ জন শিক্ষার্থী।
জেএসসিতে এবার পাসের হার ছিলো ৯৪ দশমিক ৫৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৬৩৮ জন শিক্ষার্থী। পরীক্ষার্থী ছিলো দুই লাখ ৫৩ হাজার ২২১ জন।
পাসের হারে ছেলেদের চেয়ে মেয়েরা ভালো ফল করেছে। জেএসসি পরীক্ষায় ছাত্র পাসের হার ৯৪ দশমিক ৫ শতাংশ ও ছাত্রী ৯৫ দশমিক ৬ শতাংশ।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মে ১৮, ২০১৯
এসএস/আরবি/