মঙ্গলবার (২৮ মে) দুপুরে সংগঠনটির দফতর সম্পাদক অন্তু বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্বদানকারী সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ বগুড়া শাখা গত ২৬ মে (রোববার) শহরের উডবার্ন সরকারি গ্রন্থাগার মিলনায়তনে ইফতার মাহফিলের আয়োজন করেছিল।
ছাত্রলীগের সন্ত্রাসী হামলায় নুর, ফারুক ও আদিবসহ আরও বেশ কয়েকজন আহত হন। এর আগেও ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে বাধা দেয় ছাত্রলীগ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছাত্র ফেডারেশন মনে করে, নুরদের ওপর ছাত্রলীগের দফায় দফায় হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং এ ধরনের হামলা পরিকল্পিত এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। যার মাধ্যমে সারাদেশে ভীতিকর পরিবেশ তৈরির চেষ্টা করা হচ্ছে। তাই আমরা চাই হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, মে ২৮, ২০১৯
জিপি