বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাব মমতাজ ভবনে ওইদিন সকাল নয়টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
ভোটগ্রহণ শেষে ওই দিনই প্রধান নির্বাচন কমিশনার দায়িত্বে থাকা অর্থনীতি বিভাগের অধ্যাপক ও শাপলা ফোরামের আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুল মুঈদ ফলাফল ঘোষণা করবেন।
নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে থাকবেন আইসিই বিভাগের অধ্যাপাক তপন কুমার জোদ্দার ও আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাজ্জাদুর রহমান টিটু।
নির্বাচনে ২৩৩জন শিক্ষকদের প্রত্যক্ষ ভোটে ১৫ জন প্রতিনিধি নির্বাচিত হবেন। পরবর্তীতে নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে থেকে আলোচনা সাপেক্ষে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষসহ ১৫টি পদ বন্টন করে কমিটি ঘোষণা করা হবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, গত ১৮ জুন খসড়া ও ১৯ জুন শাপলা ফোরোমের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। পরে ২২ ও ২৩ জুন নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী শিক্ষকদের কমিশনারের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে বলা হয়।
এতে মোট ৩৪ জন শিক্ষক মনোনয়নপত্র সংগ্রহ করলেও ২৯ শিক্ষক মনোনয়নপত্র জমা দেন। সোমবার চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
বাংলাদেশ সময়: ০৫১৭ ঘণ্টা, জুন ২৪, ২০১৯
এসএইচ