নির্বাচনে রাজা ও রানী পদে দুইজন করে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বুধবার (২৬ জুন) র্যাগ-৪১ এর প্রধান নির্বাচন কমিশনার দীপঙ্কর দাস বাংলানিউজকে বলেন, আগামী শুক্রবার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ভবনে সকাল ৯টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে।
নির্বাচনে রাজা পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আরমান খান যুব ও প্রত্নতত্ত্ব বিভাগের সিয়াম চৌধুরী শাওন। রানী পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইংরেজি বিভাগের ইফফাত জাহান খান নোভা এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শ্যামা ভট্টাচার্য।
এর আগে র্যাগ-৪১ এর বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক আব্দুর রহিম জুয়েল ও কোষাধ্যক্ষ নাঈমুল হাসান।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জুন ২৬, ২০১৯
আরআইএস/