সোমবার (০১ জুলাই) বিশ্ববিদ্যালয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে ক্যাম্পাসের শহীদ মিনার থেকে কলা ভবন, বিজ্ঞান অনুষদ চত্বর, শান্ত চত্বর হয়ে ক্যাম্পাসের মূল গেট পর্যন্ত বিক্ষোভ-মিছিল করেন শিক্ষার্থীরা।
মানববন্ধন থেকে শিক্ষার্থীরা, আগামী সাতদিনের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) আইনের খসড়া করে আগামী চার মাসের মধ্যে নির্বাচনের দাবি জানান। এছাড়া মানববন্ধন ও বিক্ষোভ-মিছিলে সাধারণ শিক্ষার্থীরা তাদের ৬ দফা দাবি তুলে ধরেন। দাবি না মানলে শিগগিরই আন্দোলনে নামবেন বলে ঘোষণা দেন সাধারণ শিক্ষার্থীরা।
দাবিগুলো হলো- সাতদিনের মধ্যে ক্যান্টিনের খাবারের দাম কমাতে হবে ও মান উন্নয়ন করতে হবে, এক মাসের মধ্যে বাসের ডাবল শিফট চালু করতে হবে, সাতদিনের মধ্যে জকসু আইনের খসড়া করে আগামী চার মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, দুই মাসের মধ্যে ছাত্রী হল চালু করতে হবে, শিক্ষক নিয়োগে কমপক্ষে ৭০ শতাংশ জবিয়ানদের থেকে নিতে হবে এবং জবিয়ানদের জন্যে সিজিপিএ (কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ) শিথিল করতে হবে ও নতুন ক্যাম্পাসের কাজ দ্রুত শুরু করতে হবে।
মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের কাছে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।
বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, জুলাই ০১, ২০১৯
কেডি/ওএইচ/