এ সময় পরিষদের যুগ্ম-আহ্বায়ক মুরশিদুল আলম বলেন, এক বছর আগে তরিকুলকে ছাত্রলীগের নেতাকর্মীরা নির্মমভাবে মেরে পা ভেঙে দেয়। সে সময় বিভিন্ন গণমাধ্যমে মারধরকারীদের নাম-ছবি প্রকাশিত হয়েছিল।
কর্মসূচিতে পরিষদের যুগ্ম-আহ্বায়ক আব্দুর রাজ্জাক, মাজহারুল ইসলামসহ সংগঠনের অর্ধশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
গত বছরের ২ জুলাই বিকেলে কোটা সংস্কার আন্দোলনকারীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে রাজশাহী-ঢাকা মহাসড়কে পতাকা মিছিল বের করলে ছাত্রলীগের কর্মীরা এতে হামলা চালায়। এসময় ১৫ শিক্ষার্থী আহত হন। এদের মধ্যে তরিকুলকে ধাওয়া দিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা রামদা, হাতুড়ি, লোহার পাইপ ও লাঠি দিয়ে উপর্যুপরি আঘাত করে। এতে তরিকুলের ডান পায়ের হাড় ভেঙে যায়। এছাড়া, হাতুড়ির আঘাতে তার মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হয় ও লাঠির আঘাতে মাথায় গুরুতর জখম হয়।
বাংলাদেশ সময়: ০০১৫ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৯
একে