হল সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু হলে ট্যাংকে পানি উত্তোলনের জন্য দুটি মোটর ব্যবহার করা হয়। এর মধ্যে একটি কয়েকদিন ধরে নষ্ট হয়ে রয়েছে।
বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থীদের অভিযোগ, প্রায় সময়ই এরকম পরিস্থিতিতে পরতে হয় শিক্ষার্থীদের। পানি সংকটের কারণে বাথরুম এবং ওয়াশরুম দু’টোই ব্যবহারের অনুপযোগী হয়ে রয়েছে। বারবার এমন পরিস্থিতির জন্য হল কর্তৃপক্ষের উদাসীনতাকেই দায়ী করছেন শিক্ষার্থীরা।
বিষয়টি নিয়ে বঙ্গবন্ধু হলের প্রভোস্ট তাবিউর রহমান প্রধান বলেন, নতুন পাম্প বসানোর প্রক্রিয়া চলছে। আশা করি দু’একদিনের মধ্যেই এ সংকটের সমাধান হবে।
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৯
জেডএস