রোববার (০৭ জুলাই) সকাল সাতটা থেকে সাড়ে আটটা এবং নয়টা থেকে দশটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা গেট সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন তারা।
এসময় জাবির প্রক্টোরিয়াল বডি ও পুলিশের চেষ্টায় ঢাকা-আরিচা মহাসড়ক থেকে ছাত্রজোটের অবরোধ উঠিয়ে নিতে বাধ্য হয়।
পরবর্তীতে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি জয় বাংলা গেট থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক প্রদক্ষিণ করে ক্যাম্পাসে প্রবেশ করে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক মোহাম্মাদ দিদার বলেন, গ্যাস বাংলাদেশের প্রধান জ্বালানি। এর দাম বাড়ার সঙ্গে অন্যান্য সেবার দাম এমনিতেই বাড়বে, যেমন বিদ্যুৎ সেবা। এর ফলে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠবে। আমরা এর তীব্র নিন্দা জানাই।
এদিকে অবরোধের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, দেশব্যাপী হরতালের সমর্থনে প্রগতিশীল ছাত্রজোট অবরোধ করে। এটা দেশব্যাপী কর্মসূচির অংশ। আমরা তাদের বুঝিয়েছি তারা তাদের কর্মসূচি ক্যাম্পাসের ভেতরে নিয়ে গেছে।
বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, জুলাই ৭, ২০১৯
এএটি