জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টারের উদ্যোগে এ আয়োজনে দেশ ও দেশের বাইরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত গবেষকরা তাদের গুরুত্বপূর্ণ প্রবন্ধ পাঠ করবেন।
বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ সম্মেলন কেন্দ্রে এ আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হবে।
কনফারেন্সে মূলবক্তা হিসেবে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের গ্লোবাল সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজ-এর অধ্যাপক ড. আজফার হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) ড. এ কে এম মাহাবুব হাসান। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগরে অধ্যাপক ড. ফখরুল আলম, জীবনানন্দ দাশ রিসার্স সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মুহাসিন উদ্দিন।
কনফারেন্সে প্রবন্ধ উপস্থাপন করবেন কে আহমেদ আলম, কাজী আশরাফ উদ্দিন, মো. ইমরান হোসেন, মো. মারুফ হাসান, রাবিতা রহমান, মো. সাবের ই মোনতাহা, তানজিলা রহমান আসমা চৌধুরী, মোহাম্মদ জসিম উদ্দিন, ড. পঙ্কজ কুমার সরকার, ড. ফারজানা সিদ্দিকা, মঞ্জু রানী দাস, শাকিলা আলম ও সঞ্জয় কুমার সরকার।
দিনব্যাপী কনফারেন্সে সমাপনী বক্তব্য রাখবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরিচালক ড. মো. রেজাউল ইসলাম (শামীম রেজা)।
বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, জুলাই ১০, ২০১৯
এমএস/এএ