ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাজউকের প্রশ্নপত্রে সেফুদা, সাময়িক বরখাস্ত সেই শিক্ষক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, জুলাই ১০, ২০১৯
রাজউকের প্রশ্নপত্রে সেফুদা, সাময়িক বরখাস্ত সেই শিক্ষক বিতর্কিত সেই প্রশ্নপত্র

ঢাকা: রাজউক উত্তরা মডেল কলেজের দশম শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের প্রাক-নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্রে বিতর্কিত প্রবাসী সেফাতুল্লাহ সেফুদাকে উদ্দীপক ধরে প্রশ্ন করায় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট শিক্ষক জাহিনুল হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ বিষয়ে রাজউক উত্তরা মডেল কলেজের পরিচালনা কমিটির সদস্য ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক বুধবার (১০ জুলাই) বাংলানিউজকে বলেন, প্রতিষ্ঠানের ওই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এছাড়া ঘটনা তদন্তে প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপালকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

কমিটিকে বলা হয়েছে আগামী ১৮ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দিতে।

সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত চরিত্র সেফুদাকে উদ্দীপক ধরে প্রশ্ন তৈরি করায় ব্যাপক সমালাচনার সৃষ্টি হয়।

প্রশ্নে বলা হয়, অদ্ভুত এক মানুষ সেফুদা। সোশ্যাল মিডিয়ায় সে বিভিন্ন রকম কুরুচিপূর্ণ মন্তব্য করে। তরুণদের উদ্দেশ্যে সে বলে- ‘মদ খাবি মানুষ হবি, দেখ আমি আরো এক গ্লাস খাইলাম’। তার কথায় প্রতিবাদ করে একজন বিজ্ঞ আলেম বললেন, তার মধ্যে যদি ঈমানের সর্ব প্রথম ও সর্বপ্রধান বিষয়ের প্রভাব পরিলক্ষিত হতো, তাহলে সে হয়ে উঠতো একজন আত্মসচেতন ও আত্মমর্যাদাবান ব্যক্তি।

এই অংশটি উদ্দীপক ধরে সৃজনশীল অংশের ১ নম্বর প্রশ্নে চারটি প্রশ্নের উত্তর দিতে বলা হয়।  

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুলাই ১০, ২০১৯
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।