বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স কমপ্লেক্সে আয়োজিত দিনব্যাপী এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান।
জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টারের পরিচালক, কলা ও মানবিক অনুষদের ডিন এবং ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তর্জাতিক এ সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের গ্লোবাল সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজের অধ্যাপক ড. আজফার হোসেন।
সম্মেলনে জীবনানন্দ দাশের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন কে আহমেদ আলম, কাজী আশরাফ উদ্দীন, মো. ইমরান হোসেন, মো. মারুফ হাসান, রাবিতা রহমান, মো. সাবের-ই-মুনতাহা, তানজিলা রহমান, আসমা চৌধুরী, মোহাম্মদ জসিম উদ্দিন, ড. পঙ্কজ কুমার সরকার, ড. ফারজানা সিদ্দিকা, মুঞ্জু রানী দাস, শাকিলা আলম এবং সঞ্জয় কুমার সরকার।
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, জুলাই ১১, ২০১৯
এমএস/এইচএডি