ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পাসের হারে কুমিল্লা এগিয়ে, জিপিএ ৫-এ ঢাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৯
পাসের হারে কুমিল্লা এগিয়ে, জিপিএ ৫-এ ঢাকা ফলাফলের পর উচ্ছ্বসিত শিক্ষার্থী-অভিভাবক। ছবি: বাংলানিউজ

ঢাকা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় এবার পাসের হারের দিক থেকে এগিয়ে রয়েছে কুমিল্লা বোর্ড। তবে, জিপিএ ৫-এ এগিয়ে আছে ঢাকা বোর্ড।

বুধবার (১৭ জুলাই) প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

এ বছর এইচএসসি বা সমমানের পরীক্ষায় ঢাকা বোর্ডে ৭১ দশমিক ০৯ শতাংশ, রাজশাহী বোর্ডে ৭৬ দশমিক ৩৮ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৭৭ দশমিক ৭৪ শতাংশ, যশোর বোর্ডে ৭৫ দশমিক ৬৫ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৬২ দশমিক ১৯ শতাংশ, বরিশাল বোর্ডে ৭০ দশমিক ৬৫ শতাংশ, সিলেট বোর্ডে ৬৭ দশমিক ০৫ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৭৫ দশমিক ৩৯ শতাংশ, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৮৮ দশমিক ৫৬ শতাংশ, কারিগরি শিক্ষা বোর্ডে ৮২ দশমিক ৬২ শতাংশ, ঢাকা ডিআইবিএস বোর্ডে ৬০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

সব মিলিয়ে গড় পাসের হার ৭৩ দশমিক ৯৩ শতাংশ।  

জিপিএ-৫ পেয়েছে ঢাকা বোর্ডে ৪ দশমিক ৬২ শতাংশ, রাজশাহী বোর্ডে ৪ দশমিক ৫৩ শতাংশ, কুমিল্লা বোর্ডে ২ দশমিক ৫২ শতাংশ, যশোর বোর্ডে ৪ দশমিক ২১ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ২ দশমিক ৮৯ শতাংশ, বরিশাল বোর্ডে ১ দশমিক ৮৯ শতাংশ, সিলেট বোর্ডে ১ দশমিক ৪৩ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৩ দশমিক ২৬ শতাংশ, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ২ দশমিক ৬০ শতাংশ, কারিগরি শিক্ষা বোর্ডে ২ দশমিক ৬০ শতাংশ, ঢাকা ডিআইবিএস বোর্ডে শুন্য। মোট জিপিএ-৫ পাওয়ার হার ৩ দশমিক ৫৮ শতাংশ।

এবছর ঢাকা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ৩ লাখ ৯৮ হাজার ৫৪১ জন, যার মধ্যে ২ লাখ ৭৯ হাজার ৯৭৯ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ১৮৭ জন। আর কুমিল্লা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ৯৫ হাজার ২৮০ জন, যার মধ্যে ৭৩ হাজার ৩৫৮ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৩৭৫ জন।

বুধবার (১৭ জলাই) সকাল ১০টার পর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

এরপর সংশ্লিষ্ট বোর্ডের চেয়ারম্যানরা তাদের স্ব স্ব বোর্ডের ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

আরও পড়ুন
কুমিল্লা বোর্ডে পাসের হার ৭৭.৭৪, এগিয়ে মেয়েরা 
যশোর বোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৬৫ শতাংশ
বরিশাল বোর্ডে পাসের হার ৭০.৬৫ শতাংশ
রাজশাহী বোর্ডে পাসের হার ৭৬.৩৮, জিপিএ-৫ ৬৭২৯
বিদেশি কেন্দ্রে পাসের হার ৯৪.০৭, ২৬ জন জিপিএ-৫
কারিগরিতে বেড়েছে পাসের হার, জিপিএ-৫
মাদ্রাসা বোর্ডে পাসের হার ৮৮.৫৬ শতাংশ

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৯
এমএএম/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।