বুধবার (১৭ জুলাই) পরীক্ষার ফলপ্রকাশের পর সিলেট বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কবীর আহমদ বাংলানিউজকে এ তথ্য জানান।
বোর্ডের তথ্য অনুযায়ী, ২০১৭ সালে শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠান ছিল ৮টি।
সিলেট বোর্ডে এবার উচ্চ মাধ্যমিকে পাসের হার ৬৭ দশমিক ০৫ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৬২ দশমিক ১১ শতাংশ। গত বছর জিপিএ-৫ পেয়েছিলো ৮৭৩ জন শিক্ষার্থী। এবার ১ হাজার ৯৪ জন জিপিএ-৫ পেয়েছে।
সিলেট শিক্ষা বোর্ডে এবার ৭৬ হাজার ২৫১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে পাস করে ৫১ হাজার ১২৪ জন। এই শিক্ষার্থীদের মধ্যে ছেলে ২২ হাজার ৪৯০ জন এবং মেয়ে ২৮ হাজার ৬৩৪ জন।
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৯
এনইউ/এইচএ/