ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এইচএসসির ফলাফলে আনন্দের ঢেউ ময়মনসিংহের কলেজগুলোতে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৭ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৯
এইচএসসির ফলাফলে আনন্দের ঢেউ ময়মনসিংহের কলেজগুলোতে শিক্ষকদের সঙ্গে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের শিক্ষার্থীরা। ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: মেধাবীদের কাঙ্ক্ষিত ফলাফল ছুঁয়ে গেলো ময়মনসিংহের প্রতিটি কলেজের আঙ্গিনা। সেরা কলেজগুলোতে ছড়িয়ে পড়লো আনন্দ। প্রত্যাশিত ফলাফলে অনেকের চোখেই আনন্দাশ্রু। আবার প্রত্যাশিত ফল লাভে ব্যর্থ শিক্ষার্থীদেরও ঝরছে চোখের পানি।

বুধবার (১৭ জুলাই) দুপুরে সাফল্যের আলোয় উদ্ভাসিত শিক্ষার্থীদের বাঁধভাঙা আনন্দের এমন চিত্র ছিল শিক্ষা নগরী ময়মনসিংহের সেরা কলেজগুলোর।

চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফলে নগরীর সেরা ৮টি কলেজ থেকে ১ হাজার ৪৮ শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করেছেন।

তবে, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ থেকে ৫০ শিক্ষার্থীর মাত্র ৪১ জন জিপিএ-৫ পাওয়ায় নানামুখী প্রশ্ন দেখা দিয়েছে।

জানা যায়, শিক্ষা নগরী ময়মনসিংহের গর্ব ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ থেকে ৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। শতভাগ পাস করলেও জিপিএ-৫ পেয়েছেন মাত্র ৪১ জন।

৯৯ দশমিক ৪৩ শতাংশ পাশের হার নিয়ে দ্বিতীয় অবস্থানে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এ কলেজে মোট পরীক্ষার্থী ছিল ৫২৭ জন। পাস করেছেন ৫২৪ জন। জিপিএ-৫ পেয়েছেন ৭৪ জন।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে ১ হাজার ২৭২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ১ হাজার ২৫৮ জন। জিপিএ-৫ পেয়েছেন ৩২৫ জন। পাশের হার ৯৮ দশমিক ৯০ শতাংশ।

মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ থেকে ৯৯৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৯৭৮ জন। জিপিএ-৫ পেয়েছেন ২৮৯ জন। পাশের হার ৯৮ দশমিক ৩৯ শতাংশ।

আনন্দমোহন সরকারি কলেজ থেকে ৯৯২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৯৪৪ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২৪৩ জন। পাশের হার ৯৫ দশমিক ১৬।

কৃষি বিশ্ববিদ্যালয় (কেবি) কলেজ ৮৩২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৮০৩ জন। জিপিএ-৫ পেয়েছেন ৫৯ জন। পাশের হার ৯৬ দশমিক ৫১ শতাংশ।

কমার্স কলেজ থেকে ৫৩৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৪৯৩ জন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৬ জন। পাশের হার ৯২ দশমিক ১৫।

আলমগীর (মিন্টু) মেমোরিয়া কলেজ থেকে ৭৫৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে করে পাস করেছেন ৬৭৪ জন। জিপিএ-৫ পেয়েছে ১১ জন। পাশের হার ৮৯ দশমিক ২৭ শতাংশ।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৯
এমএএএম/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।