বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের মুখপাত্র শাকিল মিয়া একথা জানান।
তিনি বলেন, সাত কলেজের অধিভুক্তি ছিল একটি অপরিকল্পিত সিদ্ধান্ত।
ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি থেকে সরলেও শিক্ষার্থীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলে জানান শাকিল।
সংবাদ সম্মেলন থেকে আগামী রোববার রাষ্ট্রপতি বরাবর অধিভুক্ত কলেজ বাতিলে স্মারকলিপি দেওয়া হবে বলে জানানো হয়। সংবাদ সম্মেলন শুরুর আগে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
এসকেবি/এএ