বুধবার (৩১ জুলাই) বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে মিলনায়তনে এ অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিনেটের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান।
সভা সূত্রে জানা যায়, শিক্ষক প্রতিনিধির পক্ষ থেকে বিজনেস অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম ও রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের পক্ষ থেকে বাহালুল মজনুন চুন্নু তিন সদস্যের প্যানেল (অধ্যাপক আখতারুজ্জামান, অধ্যাপক সামাদ ও অধ্যাপক মাকসুদ কামাল) উত্থাপন করেন। পরবর্তীতে এটি কণ্ঠভোটে পাস হয়।
চূড়ান্ত এ প্যানেল রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় আচার্য অব্দুল হামিদের কাছে পাঠানো হবে। তিনি সেখান থেকে একজনকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব দেবেন।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা জুলাই ৩১, ২০১৯
এসকেবি/এএ