বৃহস্পতিবার (০৮ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচ তলায় এ ক্যাম্পের উদ্বোধন করেন ট্রেজারার ও দায়িত্বপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. এ কে এম মাহবুব হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, ডেঙ্গু প্রতিরোধে ইতোমধ্যে আমরা ক্যাম্পাসে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশকনিধন কর্মসূচি পালন করেছি।
অনুষ্ঠানে বাঁধন ববি ইউনিটের সভাপতি তৌফিক ওমর বলেন, ডেঙ্গু যেভাবে মহামারি রূপ নিচ্ছে, তাতে শুধু ওষুধ দিয়ে এর প্রতিরোধ করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন ব্যাপক জনসচেতনতা। আর এ জনসচেতনতা তৈরি করাই আমাদের পোস্টারিংয়ের উদ্দেশ্য।
কর্মসূচিতে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- প্রক্টর ড. সুব্রত কুমার দাস, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বাঁধনের উপদেষ্টা শিক্ষক, ছাত্র উপদেষ্টা ও কর্মীরা।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৯
এমএস/এইচজে