ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

যৌন নিপীড়নের অভিযোগে খুবি ছাত্র পাপ্পু স্থায়ী বহিষ্কার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
যৌন নিপীড়নের অভিযোগে খুবি ছাত্র পাপ্পু স্থায়ী বহিষ্কার পাপ্পু কুমার মন্ডল

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) পাপ্পু কুমার মন্ডল নামে এক ছাত্রের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয় তাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে। তিনি চারুকলা স্কুলের (অনুষদ) আওতাধীন প্রিন্টমেকিং ডিসিপ্লিনের (বিভাগ) চতুর্থ বর্ষের শিক্ষার্থী (স্টুডেন্ট আইডি-১৬২৩১৭)। 

শুক্রবার (৯ আগস্ট) বিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের সম্মেলনকক্ষে সিন্ডিকেটের ২০২তম জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। খুবির ভিসি ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের সভাপতিত্বে সিন্ডিকেটের অন্য সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

শিক্ষার্থী পাপ্পু কুমার মন্ডল ৩ জুলাই বিশ্ববিদ্যালয়ের বাইরের একটি শিক্ষা প্রতিষ্ঠানের একজন ছাত্রীকে বিশ্ববিদ্যালয়ে অভ্যন্তরে যৌন নিপীড়ন করেন বলে অভিযোগ ওঠে। এ সংক্রান্ত অভিযোগ প্রাপ্তির পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনার তদন্তে বিশ্ববিদ্যালয় যৌন নিপীড়ন প্রতিরোধ সংক্রান্ত অভিযোগ কমিটিকে দায়িত্ব দেয়। অভিযোগের বিষয়টি তদন্ত শেষে কমিটি ৪ আগস্ট তদন্ত রিপোর্ট দাখিল করে।

সিন্ডিকেটের জরুরি সভায় সে রিপোর্ট পেশ করা হলে কমিটির সুপারিশ পর্যালোচনার পর বিশ্ববিদ্যালয়ের প্রিন্টমেকিং ডিসিপ্লিনের ওই শিক্ষার্থী পাপ্পু কুমার মন্ডলের (স্টুডেন্ট আইডি-১৬২৩১৭) বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীবাবে বহিষ্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৯
এমআরএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।