ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খুলেছে খুবি, মুখরিত ক্যাম্পাস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৯
খুলেছে খুবি, মুখরিত ক্যাম্পাস ক্যাম্পাসে আসছেন শিক্ষার্থীরা

খুলনা: ঈদুল আজহার ছুটি শেষে মঙ্গলবার (২০ আগস্ট) খুলেছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)। শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে খুবি ক্যাম্পাস। ফিরে পেয়েছে পূর্ণতা।

খুবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান বাংলানিউজকে বলেন, ৬ আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয়ে ঈদুল আজহার ছুটি ঘোষণা করা হয়। ছুটি শেষে মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় খুলেছে।

যথারীতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো ১৮ আগস্ট (রোববার) সকাল ৯টা থেকে খুলে দেওয়া হয়।

খুবির সহযোগী অধ্যাপক ড. কাজী মাসুদুল আলম বাংলানিউজকে বলেন, শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ক্যাম্পাস। তাদের আনাগোনায় ক্যাম্পাসে পুরোপুরি চাঞ্চল্য ফিরে এসেছে। শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস-পরীক্ষা।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৯
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।