বৃহস্পতিবার (২২ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, একটি অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে আমাদের দায়িত্ব কর্তব্য শেষ হয়ে যায় না তার পাশাপাশি আমাদের প্রত্যেকের উচিত বঙ্গবন্ধুর ইচ্ছা ও স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করা।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিশ্ববিদ্যালয়ের হল ও টংগুলোতে মাদকের ছড়াছড়ি বেড়ে গেছে, তোমরা মাদক থেকে বিরত থাকো, মাদক তোমাদের ধ্বংসের দিকে নিয়ে যাবে। যারা মাদক সেবন করে তাদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। এছাড়া সভায় বক্তারা বঙ্গবন্ধুর বিভিন্ন উল্লেখযোগ্য দিকগুলো তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন এবং বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, আগস্ট ২২,২০১৯
এএটি