ঢাকা, সোমবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

শাবিপ্রবিতে বিজ্ঞান বিষয়ক কর্মশালা

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১১, আগস্ট ২৫, ২০১৯
শাবিপ্রবিতে বিজ্ঞান বিষয়ক কর্মশালা

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বিজ্ঞান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ আগস্ট) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়েরর মিনি অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এসময় স্কুল অব লাইফ সাইন্সের ডিন অধ্যাপক ড. শামসুল হক প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেলজিয়ামের জেন্ট ইউনিভার্সিটির অ্যাকুয়াকালচার অ্যান্ড আর্টেমিয়া রেফারেন্স সেন্টারের ডাইরেক্টর অধ্যাপক ড. পিটার বশিয়ার।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আমাদের উচিৎ বিজ্ঞান সম্পর্কে জানা। এ সেমিনারের মাধ্যমে আমরা বিজ্ঞান জগৎ সম্পর্কিত জ্ঞানকে আরও সমৃদ্ধ করতে পারব। এমন শিক্ষণীয় সেমিনার আয়োজনে আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দিয়ে যাব।  

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।