বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আক্তারুজ্জামান ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
ঢাবি উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় পরিষদের সুপারিশ সিন্ডিকেট গ্রহণ করেছে এবং সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মাকসুদ কামাল বাংলানিউজকে বলেন, ৬৯ জনের বিরুদ্ধে যে শৃঙ্খলা পরিষদের বহিষ্কারাদেশ তা সিন্ডিকেট বহাল রেখেছে। তবে অভিযোগের ভিত্তিতে তাদেরকে সাতদিন সময় দেওয়া হয়েছে। সাত দিনের মধ্যে সন্তোষজনক জবাব দিতে না পারলে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।
বাংলাদেশ সময়: ২৩১২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
এসকেবি/এমএমএস