বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল স্বাক্ষরিত পৃথক ৪টি নোটিশে তাদের কারণ দর্শানোর আদেশ দেওয়া হয়। একইসঙ্গে তাদের আগামী ১০ অক্টোবরের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার (৪ অক্টোবর) মাদক সেবনের সময় তাদের হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট ঘটনার তাদের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সম্পৃক্ততা বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা বিধি ভঙ্গের সামিল। এ ঘটনায় শৃঙ্খলা ভঙ্গের যে অভিযোগ করা হয়েছে এই বিষয়ে বক্তব্য থাকলে আগামী ১০ অক্টোবরের মধ্যে তাদের লিখিত জবাব দিতে বলা হয়েছে।
তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কোনো জবাব না পেলে আনীত অভিযোগ সম্পর্কে কিছু বলার নেই বলে ধরে নেওয়া হবে। পরবর্তীতে কোনো যোগাযোগ ছাড়াই অভিযোগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ০২৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৯
কেডি/এএটি